Views Bangladesh Logo

মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ-বিক্ষোভ, ৬ দফা দাবি

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছে।

মঙ্গলবার সকাল ১০টায় কলেজের মূল গোলচত্বরে এ আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক হবে, তবে দাবি আদায়ে থাকবে স্পষ্ট অবস্থান।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা— এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

আন্দোলনকারীদের পক্ষে ছাত্র প্রতিনিধি হাসিব বিল্লাহ বলেন, ‘আমাদের অনেক বন্ধুই এখনও মানসিকভাবে ভেঙে পড়েছে। আমরা চাই না অন্য কোনো স্কুলের শিক্ষার্থীরাও এমন ঝুঁকির মুখে পড়ুক। নিরাপদ শিক্ষা পরিবেশ আমাদের অধিকার।’

তিনি আরও জানান, এই আন্দোলন শুধুমাত্র মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের নয়— সমগ্র দেশের মানুষের নিরাপত্তা ও সচেতনতার জন্য এটি গুরুত্বপূর্ণ। তিনি সকল নাগরিককে এই দাবির প্রতি সংহতি জানানোর আহ্বান জানান।

উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭বিজেআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বেশ কয়েকজন ছাত্রছাত্রী হতাহত হন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং বলেন, ‘এটি এক অপূরণীয় ক্ষতি। দ্রুত চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ