দেশে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত, বেলা গড়ালেও সূর্যের দেখা নেই
দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে অন্তত ১৭টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যার প্রভাবে সকাল ও রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
আবহাওয়া বিভাগ জানায়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, সিলেট, মাদারীপুর ও গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। এর মধ্যে যশোরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের অন্যতম সর্বনিম্ন।
সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা গেছে। কুয়াশার কারণে সড়ক, নৌ ও বিমান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
রাজধানী ঢাকাতেও শীত ও কুয়াশার প্রভাব অব্যাহত রয়েছে। সকাল গড়িয়ে বেলা বাড়লেও আকাশে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার কারণে বিভিন্ন এলাকায় দৃষ্টিসীমা কমে যায়। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে কুয়াশার কারণে শীতের অনুভূতি পুরোপুরি কাটার সম্ভাবনা কম। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
এদিকে ঘন কুয়াশার প্রভাবে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শিশু, বয়স্ক ও অসুস্থদের শীতজনিত ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে