Views Bangladesh Logo

চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের কারাদণ্ড

চাঁদাবাজির মামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমাকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সুমন চাকমা নামে আরও একজনকে একই মেয়াদের কারাদণ্ড দেয়া হয়েছে।

গত বুধবার রাঙামাটির অতিরিক্ত দায়রা জজ তাওহিদুল হক এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৩০ অক্টোবর নিরাপত্তা বাহিনী মাইকেল চাকমা ও সুমন চাকমাকে আটক করে। পরে তাদের কাছ থেকে অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করে লংগদু থানায় হস্তান্তর করা হয়। সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে ওই থানায় মামলা দায়ের করা হয়।

রাঙামাটির অতিরিক্ত জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী প্রসাদেব চাকমা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

রায়ের প্রতিক্রিয়ায় ইউপিডিএফের প্রচার বিভাগের দায়িত্বে থাকা নিরন চাকমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে দাবি করেন, মাইকেল চাকমা পাঁচ বছরের বেশি সময় ধরে গুমের শিকার ছিলেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। তিনি এ সময়ের পর এমন রায় নিয়ে প্রশ্ন তোলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ