Views Bangladesh Logo

মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর ফাতিমা বশ

বিতর্ক, সমালোচনা আর ওয়াকআউটের ঝড় পেরিয়ে মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট জিতলেন মেক্সিকোর ২৫ বছর বয়সী মানবিককর্মী ফাতিমা বশ। কয়েক দিন আগের এক লাইভ বৈঠকে থাই ডিরেক্টরের প্রকাশ্য তিরস্কারের পর কয়েকজন প্রতিযোগী প্রতিবাদে ওয়াকআউট করেছিলেন—সেই পরিস্থিতির মধ্যেই ফাতিমা শেষ পর্যন্ত বিশ্বমঞ্চে মন জয় করেন।

শুক্রবার (২১ নভেম্বর) থাইল্যান্ডে আয়োজিত জমকালো অনুষ্ঠানে গতবারের মিস ইউনিভার্স, ডেনমার্কের ভিক্টোরিয়া ক্যায়ের থেইলভিগের হাত থেকে মুকুট গ্রহণ করেন তিনি।

প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন আয়োজক দেশের প্রতিযোগী প্রাভিনার সিংহ। শীর্ষ পাঁচে ছিলেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে।

বিতর্কের পরও ফাতিমার শান্ত স্বভাব, আত্মবিশ্বাস এবং দৃঢ়তা ভক্তদের ব্যাপক সমর্থন এনে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বিজয়কে অনেকেই সাহসের জয় বলে আখ্যা দিয়েছেন।

বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার ‘সুপার বোল’ হিসেবে পরিচিত মিস ইউনিভার্সে এবার অংশ নেন ১২০ দেশের প্রতিযোগী। প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে অংশ নেন নাদিন আয়ুব। তিনি সেমিফাইনালে উঠলেও শীর্ষ ৩০-এ জায়গা করে নিতে পারেননি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মার্কিন কৌতুকশিল্পী স্টিভ বায়ার্ন, আর উদ্বোধনী পরিবেশনায় ছিলেন থাই তারকা জেফ স্যাচুর।

তিন সপ্তাহের এই আয়োজনজুড়ে প্রতিযোগীরা থাইল্যান্ডের বিভিন্ন স্থানে ঘুরে নানা ইভেন্ট ও মহড়ায় অংশ নেন। বুধবার অনুষ্ঠিত হয় ন্যাশনাল কস্টিউম শোকেস—যেখানে প্রতিযোগীরা নিজেদের দেশের ঐতিহ্য ফুটিয়ে তোলেন রঙিন ও আকর্ষণীয় পোশাকে। মিস ইউএসএ অড্রি একার্ট হাজির হন সাইমন ভিলালবা নির্মিত চমৎকার ‘বাল্ড ঈগল’ কস্টিউমে। একইদিন গাউন রাউন্ডে পড়ে আহত হন জ্যামাইকার গাব্রিয়েল হেনরি। পরে তাকে স্ট্রেচারে নেওয়া হয়। মিস ইউনিভার্স প্রেসিডেন্ট রাউল রোচা জানান, তার কোনো হাড় ভাঙেনি এবং তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।

ফাইনালে প্রতিযোগীদের দুইটি প্রশ্ন করা হয়—জাতিসংঘের সাধারণ পরিষদে কথা বলার সুযোগ পেলে কোন বৈশ্বিক ইস্যুতে কথা বলবেন, এবং কিশোরী মেয়েদের ক্ষমতায়নে কীভাবে মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম ব্যবহার করবেন।

উত্তরে ফাতিমা বলেন, ‘নিজের স্বকীয়তাকে বিশ্বাস করুন। আপনার স্বপ্নের মূল্য আছে। কাউকে আপনার মূল্য নিয়ে সন্দেহ করতে দেবেন না।’

বিতর্ক আর নাটকীয়তার ভিড়ে ফাতিমা বশের এই জয় এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে—শুধু মুকুটই নয়, তিনি কি সৌন্দর্য প্রতিযোগিতার জগতে নতুন কোনো পরিবর্তনের বার্তা এনে দিলেন?


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ