সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে সন্ধ্যা ৭টা থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখা হবে। বুধবার (৩১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আজ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা থেকে আজকের মেট্রোরেল অপারেশনের অবশিষ্ট সময় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।’
তবে কোন কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুরোধ জানিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ডিএমটিসিএল।
উল্লেখ্য, বুধবার সারাদিন মেট্রোরেলের সব স্টেশন স্বাভাবিকভাবে চালু ছিল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে মেট্রোরেল কর্তৃপক্ষ অতিরিক্ত ট্রেনও পরিচালনা করে।
খালেদা জিয়ার মৃত্যুতে দেশে বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ প্রেক্ষাপটে ইংরেজি নতুন বছরের আগমন উপলক্ষে শোককালীন সময়ে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা আয়োজনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে