Views Bangladesh Logo

রাত ১০টার পরও চলবে মেট্রোরেল, বাড়ছে ট্রেনের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকায় মেট্রোরেল এখন থেকে রাত ১০টার পরও চলবে। একই সঙ্গে সকালে ট্রেন চলাচল শুরু হবে আরও আগে। দুই ট্রেনের মধ্যে বিরতিও কমানো হচ্ছে। ফলে ব্যস্ত সময়ে প্রতি সোয়া চার মিনিট পরপর একটি করে ট্রেন পাওয়া যাবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, নতুন সময়সূচি কার্যকর হবে আগামী দুই সপ্তাহের মধ্যে। শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে চালানো হবে বাড়তি ট্রেন। এ সময় যাত্রী পরিবহনও চলবে।

বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে ৪ লাখ ২০ হাজার যাত্রী যাতায়াত করেন। নতুন সূচি কার্যকর হলে যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়াবে বলে আশা করছে ডিএমটিসিএল।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমে জানিয়েছেন, লোকবল নিয়োগ ও প্রশিক্ষণ সম্পন্ন হওয়ায় এখন পূর্ণ সক্ষমতায় ট্রেন চালানো সম্ভব হবে। এতে যাত্রীদের অপেক্ষার সময় কমবে, পাশাপাশি আয়ের পরিমাণও বাড়বে।

নতুন সূচি অনুযায়ী উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। শুক্রবার চলাচলের সময়ও আধাঘণ্টা বাড়ানো হয়েছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, বর্তমানে ২৪ সেট ট্রেন থাকলেও নিয়মিত ব্যবহৃত হয় ১৩ সেট। নতুন সূচিতে ২০ সেট ট্রেন ব্যবহৃত হবে। এতে দিনে ট্রেন চলাচলের সংখ্যা বাড়বে এবং অলস পড়ে থাকা ট্রেনের ব্যবহার নিশ্চিত হবে।

২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল চালু হয় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। পরে তা মতিঝিল পর্যন্ত সম্প্রসারিত হয়। বর্তমানে কমলাপুর পর্যন্ত নির্মাণকাজ চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ