Views Bangladesh Logo

রোববার থেকে বাড়ছে মেট্রোরেলের চলাচলের সময়

গামী রোববার থেকে ঢাকা মেট্রোরেলের (এমআরটি-৬) চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ও রাতের ট্রেন চলাচলের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য নিশ্চিত করেছে। এর পাশাপাশি সংস্থাটি জানিয়েছে, আগামী মাসের মাঝামাঝি সময়ে ট্রেনের ট্রিপের সংখ্যাও বাড়ানো হবে। ট্রিপ বাড়ানো হলে দুটি ট্রেনের মধ্যে বিরতি অন্তত ২ মিনিট কমে আসবে।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, গত মাসেই চলাচলের সময় বৃদ্ধি এবং ট্রিপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে বর্ধিত সময়ের ট্রায়াল রান শুরু হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বৈঠকে প্রতিদিন এক ঘণ্টা অতিরিক্ত পরিষেবা যুক্ত করার প্রথম ধাপটির অনুমোদন দেয় ডিএমটিসিএল।

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, “পর্যায়ক্রমে পরিষেবা বাড়ানো হবে। নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে আমরা ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছি। রোববার থেকে আমরা দৈনিক সময়সূচিতে এক ঘণ্টা অতিরিক্ত পরিষেবা যুক্ত করার লক্ষ্য নিয়েছি। আরও ট্রায়াল রানের পর অতিরিক্ত ট্রিপ শুরু হবে, যা সম্ভবত নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে।”

বর্তমানে সপ্তাহে ৬ দিন (শনিবার থেকে বৃহস্পতিবার) সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা-উত্তর স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয় এবং শেষ ট্রেনটি ছাড়ে রাত ৯টায়। নতুন সময়সূচি অনুযায়ী, প্রথম ট্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়বে এবং শেষ ট্রেনটি রাত ৯টা ৩০ মিনিটে স্টেশন ত্যাগ করবে।

এ ছাড়া শুক্রবারও মেট্রোরেল পরিষেবা আধা ঘণ্টা আগে শুরু হবে—অর্থাৎ বিকেল ৩টার পরিবর্তে ২টা ৩০ মিনিটে শুরু হবে এবং রাতে আধা ঘণ্টা বেশি সময় ধরে চলবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ