Views Bangladesh Logo

পূর্ণ নিরাপত্তা বিধি মেনে মেট্রোরেল চলাচল করছে: ডিএমটিসিএল

বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনার পর প্রয়োজনীয় মেরামত শেষে পূর্ণ নিরাপত্তা বিধি মেনে মেট্রোরেল চলাচল করছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীদের উদ্বিগ্ন না হয়ে নিশ্চিন্তে মেট্রোরেলে যাতায়াতের অনুরোধও জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম এ তথ্য জানান।

এতে বলা হয়েছে, মেট্রোরেল সম্পূর্ণভাবে নিরাপত্তাসংক্রান্ত সব বিধিবিধান অনুসরণ করে চলাচল করছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই নিরাপত্তা নিয়ে কেউ উদ্বিগ্ন হবেন না।

এর আগে গত ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়। ওই দুর্ঘটনার পর দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে বেলা ৩টার দিকে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়, তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে চলাচল বন্ধ ছিল।

পরদিন সোমবার সকাল ১১টার দিকে পুরো রুটে—উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত—মেট্রোরেল চলাচল পুনরায় চালু হয়। তবে ফার্মগেট থেকে বিজয় সরণি অংশে ট্রেন এখন আগের তুলনায় কিছুটা ধীরগতিতে চলছে বলে জানিয়েছেন যাত্রীরা।

এর আগে, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বরও ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ