মেট্রোরেল নিয়োগ পরীক্ষা স্থগিত
অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তি-১১ এর আওতায় কয়েকটি পদে লিখিত পরীক্ষা স্থগিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
আগামী শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা আর অনুষ্ঠিত হচ্ছে না।
যেসব পদে পরীক্ষা হওয়ার কথা ছিল, তার মধ্যে রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার—সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন/টেলিকমিউনিকেশন, আরএস-প্ল্যানিং/ট্রেনিং/বাজেট, সিগন্যাল/ট্রাফিক এবং রোলিং স্টক (মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল) বিভাগ।
ডিএমটিসিএল জানিয়েছে, বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ জানিয়ে দেয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে