Views Bangladesh Logo

মিস ইউনিভার্সের মঞ্চে জামদানির রাজকীয় ছোঁয়ায় মিথিলা

মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। দেশের ঐতিহ্য তুলে ধরতে তিনি জাতীয় পোশাক হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশের গৌরব—জামদানি শাড়ি। পুরো পোশাকেই ফুটে উঠেছে বাংলার রাজকীয় ঐতিহ্য ও সূক্ষ্ম বুননশিল্পের সৌন্দর্য।

এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে নিজের অনুভূতি জানিয়ে মিথিলা লেখেন, ‘মিস ইউনিভার্স মঞ্চের জাতীয় পোশাকটি সজ্জিত হয়েছে একটি রাজকীয় জামদানি শাড়িতে, যা বাংলাদেশের ঐতিহ্যের জীবন্ত প্রতীক।’

মুঘল আমল থেকে নবাব ও বাংলার অভিজাতদের পরম আদরে জায়গা করে নেওয়া জামদানি আজও সাংস্কৃতিক গর্ব ও রাজকীয়তার প্রতীক। মিথিলার ভাষ্য, ‘এই বয়নশিল্পের প্রতিটি সুতোয় মিশে আছে দক্ষতা, শিল্পকলা ও চিরন্তন সৌন্দর্য।’

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরের তাঁতিদের হাতে তৈরি এই বিশেষ শাড়িতে ব্যবহৃত হয়েছে উৎকৃষ্ট সুতির তন্তু ও স্বর্ণালি জরি নকশা। জামদানির জন্মস্থান হিসেবে পরিচিত এই অঞ্চলের শত বছরের বুননপ্রথারই ধারাবাহিকতা এটি। পুরো শাড়িটি তৈরি করতে সময় লেগেছে ১২০ দিনেরও বেশি। 



ডিজাইনার আফ্রিনা সাদিয়া সৈয়দার নকশায় তৈরি এই জামদানিতে ফুটে উঠেছে স্নিগ্ধ শাপলা মোটিফ—যা বাংলাদেশের জাতীয় ফুল। একই শাপলার ছোঁয়া রয়েছে মিথিলার গয়নাতেও, যার নকশা করেছেন ৬ ইয়ার্ডস স্টোরির লরা খান।

উল্লেখ্য, ২০১৩ সালে ইউনেস্কো জামদানিকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। সেই ঐতিহ্যেরই এক দৃষ্টিনন্দন রূপ বিশ্বমঞ্চে তুলে ধরলেন মিথিলা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ