‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জিতলেন মিথিলা
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর খেতাব জয় করলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা । বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার মাথায় পরানো হয় এই মুকুট।
আগামী নভেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন মিথিলা।
অনুষ্ঠানে ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, “মিস ইউনিভার্স কেবল সৌন্দর্যের আসর নয়, এটি বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও উদ্দেশ্যের বৈশ্বিক প্ল্যাটফর্ম। বাংলাদেশকে এ মঞ্চে তুলে ধরতে পেরে আমরা গর্বিত।”
এর আগে ২০২০ সালেও জাতীয় পর্যায়ে একই খেতাব অর্জন করেছিলেন মিথিলা। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে সে বছর আন্তর্জাতিক আসরে অংশ নিতে পারেননি। এবার দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার সুযোগ পেলেন তিনি।
জয়ের পর আবেগঘন প্রতিক্রিয়ায় মিথিলা এই অর্জন উৎসর্গ করেন মাকে। তিনি বলেন, “আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। এই সাফল্য আমার সঙ্গে তাঁরও।”
আন্তর্জাতিক আসরের প্রস্তুতি প্রসঙ্গে মিথিলা বলেন, “আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের দোয়া চাই।”
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট জিতেছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে