Views Bangladesh Logo

কলকাতায় মেসি–শাহরুখের ঐতিহাসিক সাক্ষাৎ

 VB  Desk

ভিবি ডেস্ক

র্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি তিন দিনের ভারত সফরে এসেছেন। সফরের প্রথম দিন তিনি কলকাতায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন এবং যুবভারতীর আয়োজনে সময় দেন।

মেসির সঙ্গে সাক্ষাৎ করতে ব্যক্তিগত বিমানে কলকাতায় উড়ে আসেন বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান। সঙ্গে ছিলেন তার ছোট ছেলে আবরাম। এই সাক্ষাতের মুহূর্তে তোলা ছবিতে লুইস সুয়ারেজকেও দেখা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি ঘিরে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অনেকেই মন্তব্য করেছেন, সিনেমা জগতের রাজা ও ফুটবলের সর্বকালের সেরার এক ফ্রেমে আসা যেন ‘তারার দ্যুতি’। ‘টিম শাহরুখ খান’ নামের একটি টুইটার একাউন্ট থেকে ভিডিও প্রকাশ করে মুহূর্তটিকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

শুক্রবার ভারতের সময় রাত আড়াইটার দিকে কলকাতায় পা রাখেন মেসি। রাত ৩টা ২২ মিনিটে বিমানবন্দরের গেট দিয়ে বের হওয়ার সময়ও ছিল নজিরবিহীন ভিড়। পরিস্থিতি সামাল দিতে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। মেসি বের হতেই সমর্থকেরা স্লোগানে মুখর হয়ে ওঠেন। ভারত ও আর্জেন্টিনার পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। উল্লেখ্য, এর আগে ২০১১ সালের ২ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন মেসিসহ আর্জেন্টিনা দল।

যুবভারতীর অনুষ্ঠান শেষে মেসি বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। দুপুর ২টার ফ্লাইটে তার হায়দরাবাদে যাওয়ার কথা। সেখানে সন্ধ্যা ৭টায় উপ্পল স্টেডিয়ামে একটি প্রদর্শনী ম্যাচের সময় তিনি উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী রিভন্ত রেড্ডিকে সঙ্গে নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হওয়ার কথা রয়েছে।

১৪ ডিসেম্বর মুম্বাইয়ে রয়েছে সেলিব্রিটি ফুটবল ম্যাচ, ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ইভেন্ট এবং চ্যারিটি ফ্যাশন শো। ১৫ ডিসেম্বর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মেসির সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। অরুণ জেটলি স্টেডিয়ামে ইভেন্ট এবং মিনার্ভা একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হওয়ার কথা মেসির ভারত সফর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ