Views Bangladesh Logo

ব্যাপক বিশৃঙ্খলায় পণ্ড মেসির কলকাতা ইভেন্ট, আয়োজক গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির কলকাতা সফরের অন্যতম ইভেন্টটি ব্যাপক বিশৃঙ্খলার কারণে পণ্ড হয়ে গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) যুবভারতী ক্রীড়াঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মেসিকে ঠিকভাবে দেখতে না পাওয়ার ক্ষোভ থেকে দর্শকদের একাংশ চেয়ার ও বোতল ছোড়াছুঁড়ি শুরু করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তাজনিত কারণে আয়োজকেরা মেসিকে দ্রুত স্টেডিয়াম থেকে সরিয়ে নেন।

ঘটনার পর প্রধান আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বিষয়ক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) জাওয়েদ শামীম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

অনুষ্ঠানটির টিকিটের দাম পাঁচ হাজার থেকে ২৫ হাজার রুপি পর্যন্ত নির্ধারিত ছিল। তবে উপস্থিত বহু দর্শকের অভিযোগ, কঠোর নিরাপত্তা বেষ্টনীর কারণে গ্যালারি থেকে তারা মেসিকে স্পষ্টভাবে দেখতে পাননি। নিরাপত্তাকর্মী ও আমন্ত্রিত অতিথিদের বেষ্টনীতে মেসি থাকায় সাধারণ দর্শকদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে।

সকাল ১১টা ১৫ মিনিটে যুবভারতী ক্রীড়াঙ্গণে পৌঁছান মেসি এবং প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করেন। ২০২২ বিশ্বকাপজয়ী এই তারকার পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করার কথা থাকলেও বিশৃঙ্খলার কারণে সেই কর্মসূচি বাতিল করা হয়।

মেসি মাঠে আসার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বলিউড তারকা শাহরুখ খান, ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উদ্ভূত পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত কেউই অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। বিশৃঙ্খলার মধ্যেই অনুষ্ঠান সংক্ষিপ্ত করে দেওয়া হয়।

পরিস্থিতি আরও খারাপ হলে আয়োজক শতদ্রু দত্ত ও নিরাপত্তাকর্মীরা মিলে মেসিকে দ্রুত সল্টলেক স্টেডিয়াম এলাকা থেকে সরিয়ে নেন। একই সময়ে কয়েকজন দর্শক মাঠে ঢুকে অনুষ্ঠানের জন্য তৈরি ক্যানোপি ভাঙচুর করে।

এনডিটিভিকে দেওয়া প্রতিক্রিয়ায় এক দর্শক পুরো ঘটনাকে ‘চরম লজ্জাজনক’ বলে অভিহিত করেন। আরেকজন দর্শক এই ঘটনার জন্য সম্পূর্ণ অব্যবস্থাপনাকেই দায়ী করেন।

ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে তিনি গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত। হাজার হাজার ক্রীড়াপ্রেমীর সঙ্গে তিনিও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য তিনি লিওনেল মেসি, ক্রীড়াপ্রেমী ও মেসিভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ