Views Bangladesh Logo

মেসিবিহীন দুর্দান্ত জয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মায়ামি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

র্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ছাড়াই দুর্দান্ত এক জয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইন্টার মায়ামি। বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকালে মেক্সিকান ক্লাব পুমাস ইউএনএএমকে ৩–১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে দলটি। হ্যামস্ট্রিং চোটের কারণে এই ম্যাচে ছিলেন না মেসি।

ম্যাচের শুরুতে গোল খেয়ে কিছুটা বিপদে পড়েছিল মায়ামি। প্রথমার্ধের ৩৪তম মিনিটে জর্জ রুভালকাবারে গোলে এগিয়ে যায় পুমাস। এর ফলে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা।

তবে বিরতির ঠিক আগেই ইন্টার মায়ামিকে সমতায় ফেরান রদ্রিগো ডি পল। লুইস সুয়ারেজের বাড়ানো ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথার নিজের প্রথম গোলটি করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে ম্যাচের পুরো নিয়ন্ত্রণে নেয় মায়ামি। ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন লুইস সুয়ারেজ। এরপর ৬৬তম মিনিটে সুয়ারেজের পাস থেকেই তৃতীয় গোলটি করেন বদলি খেলোয়াড় তাদেও আলেন্দে।

ম্যাচ শেষে মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো দলের আত্মবিশ্বাস ও নেতৃত্বের প্রশংসা করেন, বিশেষ করে মেসির অনুপস্থিতিতে যেভাবে খেলোয়াড়েরা দায়িত্ব নিয়েছেন, তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

এই জয়ের ফলে ইন্টার মায়ামি লিগস কাপের কোয়ার্টার ফাইনালে উঠে। পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৯ বা ২০ আগস্ট। অন্যদিকে এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পুমাস ইউএনএএম।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ