ইন্টার মায়ামিতে নতুন চুক্তি করছেন মেসি
আর্জেন্টিনার ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে আনুষ্ঠানিকভাবে শেষ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না—এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি। তবে জানিয়েছেন, বয়স ও শারীরিক অবস্থার কারণে যে কোনো সময় তিনি খেলোয়াড়ি জীবনের শেষ ঘোষণা দিতে পারেন।
তবে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির সঙ্গে মেসি তিন বছরের নতুন চুক্তি করতে যাচ্ছেন। সংবাদমাধ্যম গোল জানিয়েছে, ক্লাব ইতোমধ্যেই সব কাগজপত্র মেজর লিগ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে; অনুমোদনের অপেক্ষা রয়েছে। চুক্তিতে শর্তানুযায়ী, ভবিষ্যতে মেসি খেলা ছেড়ে দিলে ক্লাবের সঙ্গে অন্য কোনো ভূমিকায় কাজ শুরু করতে পারবেন।
ইএসপিএন জানিয়েছে, মেসি এবং তার পরিবার মায়ামিতে ভালোভাবে মানিয়ে নিয়েছেন। এই কারণে তিনি শুধু বিশ্বকাপের বছর নয়, বরং একাধিক বছরের জন্য ইন্টার মায়ামির সঙ্গে খেলোয়াড়ি জীবনে থাকবেন।
মায়ামির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি আর্জেন্টিনার ভক্তদের জন্য সুখবর, যা ইঙ্গিত দেয়, মেসি বিশ্বকাপের পরও ইন্টার মায়ামিতে খেলা চালিয়ে যেতে চাইছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে