Views Bangladesh Logo

মিয়ামির জয়রথে মেসির ইতিহাস গড়া জোড়া গোল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ন্টার মিয়ামির টানা পঞ্চম জয়ে জ্বলে উঠলেন লিওনেল মেসি। রোববার সকালে ন্যাশভিল এসসির বিপক্ষে ২–১ গোলের জয় এনে দেন এই আর্জেন্টাইন তারকা। ম্যাচে দুটি গোল করে মেসি গড়েছেন মেজর লিগ সকারে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের অনন্য রেকর্ড।

ম্যাচের ১৭তম মিনিটে অসাধারণ এক নিচু ফ্রি-কিক থেকে ম্যাচের প্রথম গোল করেন মেসি। এটি ছিল তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক গোল এবং ইন্টার মিয়ামির হয়ে ষষ্ঠ। এরপর ৬২তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি।

২০১২ সালের পর এই প্রথমবার মেসি কোনো লিগে টানা পাঁচ ম্যাচে একাধিক গোল করলেন। এখন পর্যন্ত তিনি ১৫ ম্যাচে করেছেন ১৬ গোল, যা মৌসুমে সর্বোচ্চ গোলদাতা স্যাম সারিজের সমান—যদিও মেসি ছয় ম্যাচ কম খেলেছেন।

ন্যাশভিলের হয়ে একমাত্র গোলটি করেন হানি মুখতার। তবে শেষ পর্যন্ত মেসির দলই মাঠ ছাড়ে জয় নিয়ে। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়ন ও এফসি সিনসিনাটির সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে মিয়ামি, মাত্র ৫ পয়েন্টে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ