Views Bangladesh Logo

মেসির জোড়া গোলে লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এর ফলে দলটি পৌঁছে গেল লিগস কাপের ফাইনালে।

ডান উরুর চোটের কারণে দুই ম্যাচ মাঠের বাইরে থাকা মেসি ফিরেই বদলে দেন ম্যাচের চিত্র। ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান (১-১)। এরপর ৮৮তম মিনিটে জর্দি আলবার সঙ্গে দারুণ বোঝাপড়ায় দ্বিতীয় গোলটি করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। অতিরিক্ত সময়ে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন তেলাস্কো সেগোভিয়া।

আগামী রোববারের ফাইনালে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি অথবা সিয়াটল সাউন্ডার্সের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ২০২৩ সালের শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামবে তারা। এই প্রতিযোগিতায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার এবং মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাবগুলো।

ম্যাচের প্রথম গোলটি করে অরল্যান্ডো সিটি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লুইস মুরিয়েলের পাস থেকে গোলটি করেন ক্রোয়েশিয়ার মার্কো পাসালিচ, যা মিয়ামির ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকনের গায়ে লেগে তার পথেই চলে যায়। মিয়ামির খেলোয়াড়রা সম্ভাব্য হ্যান্ডবলের অভিযোগ তুললেও ভিভিআর সেই গোল বহাল রাখে।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মায়ামি। মেসি ও লুইস সুয়ারেজ একাধিকবার অরল্যান্ডোর গোলরক্ষক পেদ্রো গায়েসেকে পরীক্ষা করেন। ৭৪তম মিনিটে অরল্যান্ডোর ডেভিড ব্রেকালো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের গতি পাল্টে যায়। এরপরই পেনাল্টি থেকে গোল করেন মেসি এবং এর কিছুক্ষণ পর দ্বিতীয় গোলটি করে দলকে ফাইনালের পথে এগিয়ে দেন।

অরল্যান্ডো সিটি এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে। লিগস কাপের শীর্ষ তিন দল ২০২৬ সালের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের জন্য যোগ্যতা অর্জন করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ