Views Bangladesh Logo

সিলেটে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

সিলেটের কানাইঘাট উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কানাইঘাটের উমাগড় গ্রামের মাইক্রোবাস চালক শুভঙ্কর দাস (২৭), বীরদল কচুপাড়া গ্রামের বাবুল আহমদ (২৮) ও চটিগ্রাম গ্রামের পিকআপ চালক ফাহাদ মিয়া (২৫)।

মামলার এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে যান ওই তরুণী। পরে এক নির্জন স্থানে রাস্তার পাশ থেকে তাকে তুলে নিয়ে যান অভিযুক্তরা। একটি নোহা মাইক্রোবাসে করে নিয়ে গিয়ে তারা মেয়েটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

ভুক্তভোগীর মা জানান, তার মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী এবং মাঝেমধ্যে কাউকে না জানিয়ে ঘর থেকে বের হয়ে যায়। মঙ্গলবার রাতেও সে নিখোঁজ হয় এবং পরে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করেন তিনি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ঘটনার পর মেয়েটির পরিবার থানায় মামলা করে। ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণী অভিযুক্ত তিনজনের নাম উল্লেখ করেছেন। মামলা অনুযায়ী তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ