হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে মেঘমল্লার বসু
হুইলচেয়ারে করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। অসুস্থতার কারণে সম্প্রতি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অস্ত্রোপচার হলেও নির্বাচনে অংশ নেয়া থেকে পিছপা হননি তিনি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে একজন সহযোগীর সহায়তায় শারীরিক শিক্ষা ভোটকেন্দ্রে আসেন তিনি এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেয়ার পর মেঘমল্লার বসু সাংবাদিকদের বলেন, ‘আমি আশা করি শিক্ষার্থীরা ব্যালটে প্রগতির পক্ষে রায় দেবেন।’
এদিন সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে, অনেকেই ভিড় এড়াতে সকাল সকাল ভোটকেন্দ্রে আসেন।
এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ এবং ১৩ ছাত্র হলে ২০ হাজার ৯১৫ ভোটার রয়েছেন।
নির্বাচনে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে।
উল্লেখ্য, নির্বাচনি প্রচারণার মধ্যেই গত ১ সেপ্টেম্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মেঘমল্লার বসু। অস্ত্রোপচারের পর ৭ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ফিরেই তিনি ফের নির্বাচনী কার্যক্রমে সক্রিয় হন। ওই দিনও তিনি হুইলচেয়ারে করে মধুর ক্যান্টিনে এসে সংবাদ সম্মেলনে অংশ নেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে