Views Bangladesh Logo

বড় দলগুলোর প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে, অভিযোগ মেঘমল্লার বসুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বড় দলগুলোর প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাম ছাত্র সংগঠনগুলোর জোট প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন মাঠে নেমেছি, তখনই মেনে নিয়েছিলাম যে বড় দলগুলোর প্রতি কিছু পক্ষপাতিত্ব থাকবে। সে ধরনের কিছু অভিযোগ এরই মধ্যে আসছে।’

তবে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘এটি অত্যন্ত ইতিবাচক। যদি এই ধারা বজায় থাকে, যদি ভোটারদের উপস্থিতি স্থির থাকে তাহলে এটি একটি চমৎকার নির্বাচন হতে যাচ্ছে। আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখছি। এটাই আমরা চেয়েছিলাম। যদি এটি অব্যাহত থাকে তাহলে আমরা একটি ভালো ফলাফল দেখব।’

তিনি আরও বলেন, ‘কাঠামোগত কিছু বাধা আছে, কিন্তু ভোটাররা যদি বিপুল সংখ্যায় ভোট দিতে আসেন তাহলে কোনো কারসাজি বা ইঞ্জিনিয়ারিং সম্ভব হবে না। যদি ৪০ হাজার শিক্ষার্থী ভোট দিতে আসে তাহলে কতজনকে আপনি লিফলেট দিয়ে প্রভাবিত করতে পারবেন?’

এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। হল সংসদগুলোতে ২৩৪টি পদের জন্য লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ