মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি, তাই মেগা প্রকল্পে যাবে না বিএনপি: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, দল ক্ষমতায় গেলে কোনো নতুন মেগা প্রকল্প নেওয়া হবে না। তাঁর মতে, “মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি।” তাই রাষ্ট্রের অর্থ ব্যয় করা হবে জনগণের শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার ও জীবনমান উন্নয়নের খাতে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে যুবদল ও কৃষক দলের নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, স্বৈরাচারী সরকারের সময়ে আইটি পার্কসহ বহু স্থাপনা নির্মাণ করা হলেও সেগুলোর বেশির ভাগই প্রকৃত উদ্দেশ্য পূরণ করতে পারেনি। তিনি বলেন, “নতুন কোনো আইটি পার্কের পরিকল্পনা নেই। বিদ্যমান স্থাপনাগুলো সংস্কার করে তরুণ উদ্ভাবকদের সুযোগ দেওয়া হবে।”
বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থানসহ আটটি খাতে কীভাবে কাজ করবে—তা নিয়ে দলটি ধারাবাহিক কর্মশালা করছে, যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। তারেক রহমান দাবি করেন, তাদের পরিকল্পনার ৪০ শতাংশও বাস্তবায়িত হলে দেশে বড় পরিবর্তন আসবে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দেশ রক্ষার জন্য ধানের শীষকে জেতাতেই হবে। এর কোনো বিকল্প নেই—নো কম্প্রোমাইজ।” তিনি নেতাকর্মীদের এখন থেকেই মাঠে নামার আহ্বান জানান।
মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেন, স্বৈরাচারী শাসনে বিভিন্ন পেশার মানুষ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে এবং বিএনপিই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ক্ষমতায় গেলে ভিন্নমতের মানুষের নিরাপদ মতপ্রকাশ নিশ্চিত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “মত প্রকাশ করতে গিয়ে আবরার ফাহাদের মতো কারও জীবন দিতে হবে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে