সিইসির সঙ্গে মার্কিন দূতের বৈঠক বাতিল
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসনের নির্ধারিত বৈঠক বাতিল হয়েছে।
সিইসির ব্যক্তিগত সচিব আশরাফুল আলম বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিকেল ২টায় বৈঠকটি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি।
তিনি আরও জানান, আগারগাঁও মোড়ে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ বৈঠকটি বাতিল করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে