Views Bangladesh Logo

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি প্রত্যাহারের নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

রকারি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চলমান কর্মবিরতির কারণে জরুরি ও নিয়মিত স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাদের অবিলম্বে কাজে ফেরার নির্দেশ দিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে ইতোমধ্যেই ইতিবাচক অগ্রগতি হয়েছে। রোগীদের সেবা থমকে যাওয়া মোটেই কাম্য নয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মাদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মবিরতির কারণে রোগীরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সংক্রান্ত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেক্ষেত্রে আন্দোলনকারীদের অবিলম্বে কর্মসূচি প্রত্যাহার করে দায়িত্বে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় ইতোমধ্যেই দশম গ্রেড বাস্তবায়নের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ও বিষয়টিকে ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আন্দোলনকারীরা সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে অগ্রগতির বিষয়ে অবগত হলেও পরে কর্মবিরতি অব্যাহত রাখায় তারা হতাশ। স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল পেশায় রোগীদের ক্ষতিগ্রস্ত করে আন্দোলন চালানো যৌক্তিক নয়।

বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, কর্মবিরতি অব্যাহত থাকলে এবং সেবা বন্ধের পরিস্থিতি তৈরি হলে সরকার আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিকল্প থাকবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ