১২ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে মেডিকেল কোচিং সেন্টার
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশে সব অনলাইন ও অফলাইন মেডিকেল কোচিং সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে এমবিবিএস ভর্তি পরীক্ষা কমিটি।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত কোনো অনলাইন বা অফলাইন কোচিং কার্যক্রম পরিচালিত হতে পারবে না।
সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. রুবিনা ইয়াসমিন সাংবাদিকদের এ তথ্য জানান।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।
এদিকে ভর্তি পরীক্ষার আগে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর আসনসংখ্যায় বড় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
এর আগে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা ছিল ৫,৩৮০। নতুন সমন্বয়ের ফলে ১৪টি মেডিকেল কলেজে ৩৫৫টি আসন কমানো হয়েছে এবং তিনটি মেডিকেল কলেজে ৭৫টি আসন বাড়ানো হয়েছে। মোট ২৮০টি আসন কমে বর্তমানে সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা দাঁড়িয়েছে ৫,১০০।
এ ছাড়া ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে ২৯২টি আসন কমানো হয়েছে। ফলস্বরূপ বেসরকারি মেডিকেল কলেজগুলোর মোট আসনসংখ্যা কমে দাঁড়িয়েছে ৬,০০১।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে