Views Bangladesh Logo

মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে। আগামী ১২ ডিসেম্বর সারা দেশে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে এবার পরীক্ষার প্রশ্নপত্রের ধরনে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমবারের মতো এমসিকিউ (বহুনির্বাচনি প্রশ্ন)-এর পাশাপাশি থাকবে লিখিত অংশও।

সোমবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম সাংবাদিকদের জানান, “আগামী ১২ ডিসেম্বর ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। পরীক্ষার সব প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, “এবার পরীক্ষায় সীমিত পরিসরে লিখিত প্রশ্ন যুক্ত করা হবে। লিখিত অংশে ১০ থেকে ২০ নম্বরের প্রশ্ন থাকতে পারে। বিষয়টি চূড়ান্ত করবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।”

বৈঠকে বিএমডিসির সভাপতি ডা. মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব মল্লিকা খাতুন, এবং স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষার প্রায় দেড় মাস আগে আবেদন প্রক্রিয়া, সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ