রোমে যান্ত্রিক ত্রুটিতে ঢাকাগামী বিমানের ফ্লাইট বাতিল
রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে বিমানবন্দর থেকে ঢাকাগামী বিমানের উইং ফ্ল্যাপে মেকানিক্যাল ত্রুটির কারণে রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৫৬ বাতিল হয়েছে। এতে ২৬২ যাত্রী ফ্লাইটে আটকা পড়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ ব্যবস্থাপক এবিএম রোশান কবির জানান, ফ্লাইটটির উইং ফ্ল্যাপের ত্রুটির কারণে যাত্রীদের নিরাপত্তার জন্য উড়োজাহাজটি মাঠে রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা এবং সুবিধার জন্য নিকটস্থ হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, লন্ডন থেকে প্রয়োজনীয় স্পেয়ার পার্টস দ্রুত পাঠানো হচ্ছে যা আসার পর মেরামত কাজ শুরু হবে। মেরামত শেষে একই বিমানে যাত্রীরা ঢাকায় ফিরিয়ে আনা হবে।
অপর কোনো বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়নি এবং যাত্রী ও ক্রু সদস্যরা মেরামত শেষ না হওয়া পর্যন্ত হোটেলে অবস্থান করবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলেছে, যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে