বেনাপোলে গরু ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
যশোরের বেনাপোলে নিজ বাড়ির সামনে এক গরু ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান(৪৮), তিনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে।
নিহতের স্ত্রীর ভাষ্যমতে, শুক্রবার রাত আড়াইটার দিকে মিজানুর রহমানের সহকারী হিসেবে কাজ করা এক ভ্যানচালক তাদের বাড়িতে আসেন। পরে মিজানুরের স্ত্রী ঘুম থেকে উঠে দরজা খুলে দেখেন বাড়ির উঠানে তার স্বামীর রক্তাক্ত দেহ পড়ে আছে।
প্রতিবেশীদের মতে, মিজানুর এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি গরু বেচাকেনা করতেন এবং শুক্রবার গরুর মাংস বিক্রি করতেন। ঘটনার রাতে এক ব্যবসায়ীর ফোন পেয়ে মিজানুর কাজের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়েছিলেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মিজানুরের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ জড়িতদের ধরতে তদন্ত শুরু করেছে। তবে এখনও কোনো মামলা হয়নি।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে