Views Bangladesh Logo

রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

Sports Desk

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এক ক্যালেন্ডার বছরে ৫৩ বা তার বেশি গোলের মাইলফলক স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে।

রোববার (৩০ ডিসেম্বর) লা লিগায় জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে গোল করে ফরাসি অধিনায়ক এই সাফল্য নিশ্চিত করেন।

দুর্দান্ত ফর্ম ও ধারাবাহিকতা দেখিয়ে এমবাপ্পে রোনালদোর রেকর্ড একের পর এক ভাঙছেন। স্প্যানিশ জায়ান্টদের হয়ে এটি তার প্রথম পুরো ক্যালেন্ডার বছর, যেখানে রোনালদো নয় মৌসুমে পাঁচবার এটি সম্পন্ন করেছিলেন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চার গোল করার কৃতিত্বও অর্জন করেছেন এমবাপ্পে। ২৭ নভেম্বর অলিম্পিয়াকোসের বিপক্ষে একাই চার গোল করে রিয়ালের ৪-৩ জয় নিশ্চিত করেন। রোনালদো ২০১৫/১৬ মৌসুমে মালমোরের বিপক্ষে চার গোল করেছিলেন।

এই ম্যাচে এমবাপ্পে রোনালদোর দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও ভেঙেছেন। মাত্র ৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন, যেখানে রোনালদো মালমোরের বিপক্ষে ১১ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।

মৌসুমের শুরুতে এমবাপ্পে রোনালদোকে তার রোল মডেল হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি বলেন, “ক্রিশ্চিয়ানো সবসময়ই আমার জন্য রোল মডেল। তার সঙ্গে কথা বলতে পেরে আমি সৌভাগ্যবান। তিনি আমাকে পরামর্শ দিয়েছেন এবং সহযোগিতা করেছেন। আমি এখনো মনে করি, রোনালদো রিয়ালের নাম্বার ওয়ান খেলোয়াড়। সমর্থকরা এখনও তাকে নিয়ে স্বপ্ন দেখে। তবে আমি আমার নিজস্ব পথ অনুসরণ করতে চাই।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ