রাজশাহীতে ফ্লাইওভার নির্মাণ কাজ উদ্বোধন
রাজশাহী মহানগরীতে দুই লেনের একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। নগরীর হড়গ্রাম নতুনপাড়া সিটি বাইপাস সড়কের রেলক্রসিংয়ে এই ফ্লাইওভার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন, ‘শহরের মধ্য দিয়ে রেল লাইন গেছে। রেলক্রসিংয়ে মৃত্যুঝুঁকি কমাতে এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে নগরীতে পাঁচটি ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে একটির নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। এটি নগরীর উন্নয়নের আরেকটি মাইলফলক।’
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ‘মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ৭৬ কোটি ২৮ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হচ্ছে।
সিটি করপোরেশন জানিয়েছে, ফ্লাইওভারটির মোট দৈর্ঘ্য হবে ৭৭৫ মিটার। মূল কাঠামোর দৈর্ঘ্য ৪৮৫ মিটার। ফ্লাইওভারে ৩০ মিটার ও ২৫ মিটারের ১৮টি স্প্যান থাকবে। পিলার থাকবে ১৭টি। মোট পাইলের সংখ্যা হবে ৯৭টি। এই ফ্লাইওভার নির্মাণ কাজ বাস্তবায়নের মেয়াদ থাকবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান প্রকৌশলী ও সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নুর ইসলাম তুষার।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাসিকের রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ঠিকাদারী প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিঃ এস.এম খোরশেদ আলম, রাসিকের ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন সুজা, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, সংরক্ষিত ২নং আসনের মোছাঃ শিউলি, সংরক্ষিত ৯নং আসনের মোছাঃ ফেরদৌসী, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসরুল হক খিচ্চু, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, মহানগর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, প্রকল্পের উপ-পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড়, সহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ (শিশির), সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, ডিয়েনকো লিমিটেডের ডিরেক্টর সুশান্ত কুমার সাহা, প্রকল্প পরিচালক সুবোধ চন্দ্র চিত্র, প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাহমুদুল হাসান (টুটুল) সহ কনসালটেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে