Views Bangladesh Logo

ঐক্য ও সহাবস্থানকে অনুপ্রাণিত করবে শ্রীকৃষ্ণের আদর্শ: সেনাপ্রধান

গবান শ্রীকৃষ্ণের আদর্শ দেশের ঐক্য ও সহাবস্থানকে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সব সম্প্রদায়ের সমান অধিকার ও সম্প্রীতি প্রতিষ্ঠারও আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধন করে সেনাপ্রধান বলেন, ‘এই দেশ সবার। এখানে কোনো বৈষম্য থাকবে না। সব নাগরিক শান্তিতে বসবাস এবং আনন্দের সাথে ধর্মীয় উৎসব উদযাপন করবে।’


‘ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ এখান থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ুক। শ্রীকৃষ্ণের আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে এই দেশে একসাথে বাস করবো’- বলেন তিনি।


সেনাপ্রধান বলেন, ‘এই দেশে, এই সম্প্রীতির বাংলাদেশ শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তি-সম্প্রীতির সাথে বসবাস করছি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে, সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা একসাথে বজায় রাখবো’।

জেনারেল ওয়াকার বলেন, ‘এ দেশ সবার। সবাই আমরা এ দেশের নাগরিক। এ দেশের সবার অধিকার আছে। কোনো ধর্ম, বর্ণ, জাতির গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই মিলে এক হয়ে কাজ করবো। সেভাবে আমরা সোনালী দিনগুলো দেখতে চাই’।

সেনাপ্রধান বলেন, ধর্মীয় স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিমানবাহিনী সবাই মিলে সব সময় আপনাদের পাশে থাকবো। আপনাদের সাথে এক হয়ে কাজ করে যাবো। আপনার নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন। আজকের এই আনন্দ ভাগাভাগি করে নেবো সবাই। আশা করি, এই উৎসবমুখর পরিবেশ সব সময় বজায় থাকবে’।


অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান মার্শাল হাসান মাহমুদ খান বলেন, ‘ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সাহস ও সত্যের পথকে শক্তিশালী করে, ন্যায়ের পথেও চলতে শেখায়’।


শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারস্পরিক সহনশীলতার আহ্বান জানান নৌ-বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বলেন, ‘আসুন, পারস্পরিক সহনশীলতায় দেশকে আরও শক্তিশালী করি। শ্রীকৃষ্ণ যেন সমাজে ন্যায় ও আলোর সত্য প্রজ্জ্বলিত করেন’।


পলাশী মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে রাজধানীর বাহাদুর শাহ পার্কে শেষ হওয়ার আগে যৌথভাবে উদ্বোধনী প্রদীপ প্রজ্জ্বলন করেন তিন বাহিনীর প্রধানরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ