Views Bangladesh Logo

উত্তরা সেক্টর ১৪-তে মধ্যরাতে ভয়াবহ আগুন

রাজধানীর উত্তরা সেক্টর ১৪-এর চেয়ারম্যান বাড়ি সংলগ্ন বটতলা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ঠিক বারোটার দিকে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়।

স্থানীয় সূত্র জানায়, রাতের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। দ্রুত আগুন আশপাশের স্থাপনা ও গাছপালায় ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা অন্য কোনো অজ্ঞাত কারণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কে বা কারা, কীভাবে আগুন লাগিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ