Views Bangladesh Logo

যশোরে ৪ গুদামে ভয়াবহ আগুন

শোর শহরের পুলেরহাট বাজারে তুলা, ধান, সার ও কীটনাশকের চারটি গুদামে আগুনের ঘটনা ঘটেছে। এতে একটি গুদাম সম্পূর্ণ ভস্মীভূত এবং অন্য তিনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে যশোর ফায়ার সার্ভিসের উপপরিচালক জাহাঙ্গীর আহমেদ প্রাথমিকভাবে ধারণা করছেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তুলার গুদাম থেকেই আগুনের উৎপত্তি বলে জানান তিনি।

তুলার গোডাউনের মালিক মোহাম্মদ লিটন জানান, তার গুদামে রাখা প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার তুলা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া আব্দুল আজিজ ও ইকবালের গুদামের মালামাল আংশিকভাবে পুড়ে গেছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অন্যথায় জনবহুল বাজারের আরও বড় এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

প্রাথমিকভাবে চারটি গুদামের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ