Views Bangladesh Logo

সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন

তানোরে গভীর নলকূপে পড়ে প্রাণ হারানো দুই বছরের শিশু সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছে। শোকে স্তব্ধ পুরো গ্রাম, সকাল থেকেই কান্নায় ভারী হয়ে ওঠে কোয়েলহাট পূর্বপাড়ার বাতাস।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠে জানাজা শেষে সাজিদের দাফন সম্পন্ন হয়। মসজিদের মাইকে মৃত্যুসংবাদ প্রচারিত হতেই থমকে যায় গ্রামের কর্মব্যস্ততা- দোকানপাট বন্ধ, মাঠ-ঘাট ফাঁকা। সবাই ছুটে যায় সাজিদের বাড়ির দিকে, শেষবারের মতো দেখতে সেই হাসিমুখ শিশুটিকে, যে আজ নিস্তব্ধ।

বৃহস্পতিবার গভীর রাতে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর থেকেই কান্নার রোল পড়ে চারদিকে। ফায়ার সার্ভিস ৪০ ফুট মাটি খুঁড়ে ৩২ ঘণ্টা পর সন্ধ্যার পর সাজিদকে উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানাজার মাঠে সকাল থেকেই মানুষের ঢল নামে। গ্রামের প্রবীণ থেকে স্কুলপড়ুয়া তরুণ- সবার চোখে পানি। সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট দেহটি আনা হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। সাজিদের মা বারবার সন্তানের কাছে ছুটে যেতে চাইছিলেন, তাকে ধরে রেখেও থামানো যায়নি আহাজারি।

জানাজার নামাজ পরিচালনা করেন কাজী মাওলানা মিজানুর রহমান। নামাজ শেষে হাজারো মানুষ হাত তুলে দোয়া করেন- সাজিদের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য দানের জন্য।

দাফনের সময় কফিনটি যখন ছোট্ট কবরের দিকে এগিয়ে নেয়া হচ্ছিল, তখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়- শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ। গ্রামবাসী বলছে, এমন হৃদয়বিদারক দৃশ্য তারা আগে কখনও দেখেনি।

উল্লেখ্য, বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের খোলা গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। দীর্ঘ সময় উদ্ধারতৎপরতার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ