Views Bangladesh Logo

৩০০ ফিটে জনসমুদ্র

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থল রিাজধানীর ৩০০ ফিটে সকাল থেকেই দলটির নেতাকর্মীরা জড়ো হয়েছেন।

দেশের বিভিন্ন জেলা থেকে অনেকে সারারাত ভ্রমণ করে ঢাকায় পৌঁছে সেখানে উপস্থিত হয়েছেন। পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।

আজ সকাল থেকে মঞ্চের সামনে এবং ৩০০ ফুট সড়কজুড়ে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে।

সকাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যা ৩০০ ফুট সড়ক নামে পরিচিত, সেখানে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা অনুষ্ঠানের দিকে এগোতে থাকেন।

সকাল প্রায় ১১টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে তাদের মঞ্চের দিকে যেতে দেখা যায়।

অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত আছে। পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন।

সড়কের পাশে খালেদা জিয়া, তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানের ছবি সম্বলিত পোস্টার টানানো হয়েছে।

মঞ্চের বক্তব্য শোনানোর জন্য বিমানবন্দর এলাকা ও আশপাশে প্রায় ১ হাজার মাইক বসানো হয়। পাশাপাশি বড় বড় পর্দায় সরাসরি অনুষ্ঠান দেখার ব্যবস্থা আছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ