ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাবির প্রবেশপথগুলোতে জমায়েত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে লোকজনের জমায়েত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নেতা এসব ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তারা রাজনৈতিক দলের নেতাকর্মী বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীরা।
ছাত্রদলের ডাকসু ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের দাবি, নীলক্ষেত, শাহবাগ, চানখারপুলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ‘সংঘবদ্ধভাবে অবস্থান’ নিয়েছে।
অন্যদিকে শিবির প্যানেলের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের অভিযোগ, নয়টি পয়েন্টে যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা জমায়েত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার পর মঙ্গলবার বিকাল থেকেই প্রবেশপথগুলোতে লোকজনের জমায়েত বাড়তে থাকে। শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও জটলা বাড়তে থাকায় সন্ধ্যার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর জনবলও বাড়াতে দেখা যায়।
সরেজমিনে শাহবাগ, নীলক্ষেতসহ প্রায় সবকটি প্রবেশপথের বাইরেই লোকজনকে অবস্থান করতে দেখা যায়। তারা বলেন, ভোটের ফলাফল জানতে তারা ভীড় করেছেন।
যোগাযোগ করা হলে শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তারা সতর্ক অবস্থানে আছে।
এব্যাপারে ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, বিকাল ৪টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে জনসমাগমের তথ্য পেয়েছেন তিনি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে নিরাপত্তা জোরদার করতে কথা বলেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে