Views Bangladesh Logo

জাহানারার অভিযোগে তদন্তের আহ্বান মাশরাফির

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলম। তার এই অভিযোগে তোলপাড় শুরু হয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে।

ঘটনার পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

শুক্রবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান।

মাশরাফি লেখেন, 'বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়।

তিনি আরও বলেন, 'বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।'

এর আগে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাহানারা আলম ব্যক্তিগতভাবে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। এরপর বিষয়টি নিয়ে
ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ