জাতীয় কবির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শরিফ ওসমান হাদি
জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বেলা সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
জানাজায় সরাসরি উপস্থিত থাকা মানুষজন এবং টেলিভিশনের মাধ্যমে অনুষ্ঠান প্রত্যক্ষকারীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে যাওয়া হয়।
ওসমান হাদির দাফনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক আবেগঘন বিদায়ের সাক্ষী হলো জাতি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে