Views Bangladesh Logo

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো

 VB  Desk

ভিবি ডেস্ক

ভেনেজুয়েলার বিরোধী দলের প্রধান নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছেন। শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি ঘোষণা দেয়- কর্তৃত্ববাদবিরোধী দীর্ঘ সংগ্রাম, গণতন্ত্র রক্ষায় সাহসী ভূমিকা এবং চরম রাজনৈতিক-অর্থনৈতিক সংকটে নৈতিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার তাকে দেয়া হচ্ছে।

‘ভেনেজুয়েলার আয়রন লেডি’ নামে পরিচিত মাচাদো গত এক বছরেরও বেশি সময় ধরে লুকিয়ে আছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যে প্রেসিডেন্ট নির্বাচনকে কারচুপিপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছে, সেই নির্বাচনে পরাজয় মেনে না নেয়ার পর থেকেই তিনি আত্মগোপনে যান। নানা নিষেধাজ্ঞা, ভয়ভীতি ও হুমকির মুখেও তিনি নাগরিকদের সংগঠিত করেছেন, মানবাধিকার লঙ্ঘনের নথি সংগ্রহ করেছেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি তুলে আসছেন।

নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘শান্তিপূর্ণ প্রতিরোধের প্রকৃত প্রতীক তার সাহস ও অধ্যবসায়। দমন-পীড়নের মুখেও নৈতিক দৃঢ়তা যে বড় শক্তি, মাচাদো তা প্রমাণ করেছেন।’

ভেনেজুয়েলার জনগণ ও যুক্তরাষ্ট্রসহ বহু দেশ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতার দাবি স্বীকার করে না। ধারাবাহিকভাবে দুইটি নির্বাচন ‘চুরি হয়েছে’ বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মত। ভূগর্ভস্থ জীবন যাপন করেও মাচাদোর রাজনৈতিক সক্রিয়তা তাকে লাখো মানুষের আশা ও পরিবর্তনের প্রতীকে পরিণত করেছে।

কারাকাসে এ খবরে বিরোধী সমর্থকদের মধ্যে আনন্দ দেখা গেছে। তারা মনে করছেন, এই পুরস্কার ভেনেজুয়েলার গণতন্ত্র আন্দোলনের প্রতি বৈশ্বিক স্বীকৃতি।

এদিকে গাজা যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক কয়েকটি সংকটে মধ্যস্থতার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর শান্তিতে নোবেল পেতে পারেন—এমন গুঞ্জনেরও অবসান ঘটেছে। নোবেল কমিটি জানায়, এ বছরের জন্য মনোনয়ন জমা দেয়ার শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। ফলে ট্রাম্পের সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টা থাকলেও তা বিবেচনায় আসবে ২০২৬ সালের শান্তি পুরস্কারের জন্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ