ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে: পরিবহন উপদেষ্টা
সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হচ্ছে। লাইসেন্স পেতে বাধ্যতামূলকভাবে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে।
বুধবার (২২ অক্টোবর) তেজগাঁওয়ে জাতীয় সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, প্রশিক্ষণের জন্য বিদ্যমান আনুষঙ্গিক কমিটিগুলো বাদ দেয়া হবে। বিআরটিএকে নিয়ন্ত্রণমূলক নয়, সেবামূলক সংস্থা হিসেবে গড়ে তোলা হবে। সেনাবাহিনী ও বিআরটিসির মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, ফিটনেসবিহীন গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে এবং তা আরও জোরদার হবে। মোটরসাইকেল দুর্ঘটনা রোধে ১০ হাজার মানসম্মত হেলমেট বিতরণ করা হবে।
আহতদের দ্রুত হাসপাতালে নিতে বিশ্বব্যাংকের সহায়তায় বিভিন্ন স্থানে অ্যাম্বুলেন্স স্থাপন করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বকশ চৌধুরী বলেন, আন্তর্জাতিক মানদণ্ডে আধুনিক ড্রাইভিং স্কুল গড়ে তুলতে হবে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিতে মালিক-শ্রমিক সংগঠনগুলোকে আরও উদ্যোগী হতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে