Views Bangladesh Logo

‘মঞ্চ ৭১’ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম দিল ‘মঞ্চ ২৪’

 VB  Desk

ভিবি ডেস্ক

'মঞ্চ ৭১' সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে 'মঞ্চ ২৪'। সংগঠনটি দাবি করেছে, 'মঞ্চ ৭১' একটি দেশবিরোধী প্ল্যাটফর্ম, যা আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে ভারতীয় আধিপত্যবাদী শক্তির সহায়তায় কাজ করছে। একইসঙ্গে তারা প্রশাসনের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছে।

শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় 'মঞ্চ ২৪'। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় যে, সম্প্রতি 'মঞ্চ ৭১'-এর একটি বৈঠকে আওয়ামী লীগের দলীয় স্লোগান এবং মুজিববাদী স্লোগান উচ্চারিত হয়েছে, যা জুলাই বিপ্লবীদের নিয়ে উপহাসের শামিল।

সংগঠনটির মতে, 'মঞ্চ ৭১' একটি ফ্যাসিবাদী প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে। তাদের দাবি, গোয়েন্দা সংস্থাগুলোর এই দেশবিরোধী কার্যক্রম সম্পর্কে আগে থেকেই জানা উচিত ছিল এবং তা বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন ছিল। কিন্তু সরকার ও প্রশাসনের নীরবতা এই কার্যক্রমকে 'সম্ভাব্য অনুমোদন' হিসেবে দেখা হচ্ছে। সংগঠনটি সতর্ক করে বলেছে, এই ধরনের উদাসীনতা দেশকে ভয়াবহ ষড়যন্ত্রের দিকে ঠেলে দিতে পারে।

'মঞ্চ ২৪' আরও অভিযোগ করে যে, তারা আগেই ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) সতর্ক করেছিল, কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে 'মঞ্চ ৭১'-এর বৈঠক আয়োজনের সুযোগ দেয়া হয়েছে। এ কারণে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনকে তার বক্তব্য প্রত্যাহার করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে তারা।

এছাড়া 'চব্বিশের বিপ্লব'কে প্রশ্নবিদ্ধ করে যেসব গণমাধ্যম সংবাদ প্রকাশ করছে, বিশেষ করে 'চ্যানেল ওয়ান'সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছে 'মঞ্চ ২৪'। সংগঠনটি বলেছে, যদি তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ না করে, তবে ২০০৮ সাল থেকে তাদের প্রকাশিত সংবাদগুলো যাচাই করে সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

'মঞ্চ ২৪'র পক্ষ থেকে দেয়া মূল দাবিগুলো হলো
১. আগামী এক সপ্তাহের মধ্যে মঞ্চ ৭১–এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না নিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে মঞ্চ ২৪।

২. ডিআরইউ সভাপতি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাইলে পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়াও যেসব সাংবাদিক ও গণমাধ্যম জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করছে, তাদের অবস্থান পরিবর্তন না করলে সাত দিনের মধ্যে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন 'মঞ্চ ২৪'-এর আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম ফারুকী, সংগঠক কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, ডিউক হুদাসহ অন্যান্য নেতারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ