ট্রাম্পের সমাবেশের কাছে দুটি বন্দুকসহ একজন আটক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কোচেল্লায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছ থেকে দুটি বন্দুকসহ আটক হয়েছেন একজন।
শনিবার (১৩ অক্টোবর) রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমাবেশের আগে একটি শর্টগান এবং একটি লোডেড হ্যান্ডগানসহ লাস ভেগাসের বাসিন্দা ভেম মিলারকে আটক করেন নিরাপত্তা রক্ষায় নিযুক্ত রিভারসাইড কাউন্টি শেরিফের ডেপুটিরা।
শেরিফের অফিস রবিবার (১৪ অক্টোবর) জানায়, ট্রাম্পের নির্বাচনী সমাবেশের তল্লাশিচৌকির কাছে মিলারকে অবৈধ অস্ত্র দুটিসহ আটক করা হয়। তিনি একটি কালো রঙের এসইউভি গাড়িতে চড়ে এসেছিলেন। ট্রাম্প বা সমাবেশে অংশ নেওয়া কেউই কোনো বিপদে পড়েননি।
পরে লোডেড আগ্নেয়াস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগজিন রাখার অভিযোগে ৪৯ বছর বয়সী মিলারকে পরে স্থানীয় ডিটেনশন সেন্টারে রাখা হয়। সেখান থেকে জামিনে মুক্তি পেলেও আগামী বছরের ২ জানুয়ারি তাকে আদালতের শুনানির মুখোমুখি হতে হবে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও মার্কিন অ্যাটর্নি কার্যালয়ের সঙ্গে যৌথ বিবৃতিতে প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট পদপ্রার্থীদের সুরক্ষার দায়িত্বে থাকা সংস্থাটি বলেছে, এ ঘটনায় তদন্ত চলছে। যদিও এই মুহূর্তে কোনো ফেডারেল গ্রেপ্তার হন। দেশটির সিক্রেট সার্ভিসও বলেছে, তারা ওই ব্যক্তিকে আটক করার বিষয়টি জানতো।
এর আগে পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে প্রথম গুলির ঘটনায় গুলি ট্রাম্পের কানে লাগে। এরপরে ফ্লোরিডার গলফ কোর্সে ট্রাম্পকে দ্বিতীয়বার হত্যার চেষ্টা ব্যর্থ হয়।
ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশ করার সিদ্ধান্ত রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করেছে। তারা বলছেন, রাজ্যটি ডেমোক্র্যাট সমর্থক অধ্যুষিত। তবে বার্ষিক সংগীত উত্সবের জন্য পরিচিত কোচেলায় তার সমাবেশে প্রচুর ভিড় হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে