গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: সন্তানের পর না ফেরার দেশে মা-বাবাও
গাজীপুরের মিরেরবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সন্তানের পর না ফেরার দেশে চলে গেলেন দগ্ধ মা-বাবাও।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে মোহাম্মদ রিপন (২৫) ও বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তার স্ত্রী হাফিজা আক্তার (২০) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ৩ আগস্ট ঘটনাস্থলেই তাদের চার মাস বয়সী ছেলে রায়হান মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, হাফিজার শরীরের ৭০ শতাংশ এবং রিপনের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গ্যাস লিকেজ ও বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে