Views Bangladesh Logo

মানিকগঞ্জ থেকে নুরাল পাগলার মরদেহ উত্তোলনের নির্দেশদাতা গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত আব্দুল লতিফ মোল্লা (৩৫) কে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।

পুলিশ জানায়, লতিফ মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দি গ্রামের মাওলানা বাহাউদ্দিনের ছেলে। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের এক মামলায় গ্রেপ্তারকৃত আসামি অপু কাজী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার সময় লতিফ মোল্লার নাম উল্লেখ করে। এরপর পুলিশের অভিযানে মানিকগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলার মামলারও অন্যতম আসামি তিনি। এ মামলায় অগ্নিসংযোগ, চুরি, হামলা, হত্যা এবং নুরাল পাগলার লাশ উত্তোলন ও দাহ করার অভিযোগ রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, 'এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

এদিকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত সন্দেহে গোয়ালন্দের আলম চৌধুরীপাড়ার বিলাল মোল্লার ছেলে অভি মণ্ডল রন্জুকেও (২৯) আটক করা হয়েছে।

অন্যদিকে সোমবার রাতে নিহত নুরাল পাগলা অনুসারী রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা গোয়ালন্দ ঘাট থানায় নতুন মামলা দায়ের করেছেন। মামলায় ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ