ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় সড়কের মাঝের বিভাজকে রোপণ করা অন্তত ৫০টির বেশি গাছ কেটে ফেলার অভিযোগে আজমিরি হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শ্যাওড়াতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার (১৬ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সকালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এ ঘটনায় থানায় মামলা দায়ের করে। সওজ জানায়, বেলতলী এলাকায় প্রায় ৫০০ মিটারজুড়ে বিভাজকের ওপর থাকা অন্তত ৫২টি বকুলগাছ কেটে ফেলা হয়েছে। পাশাপাশি বেলিফুল, তালসহ আরও কয়েকটি গাছও কাটা হয়েছে। কিছু গাছ গোড়া থেকে, আর কিছু মাঝখান থেকে কাটা হয়েছে। এমনকি কয়েকটি গাছ পোড়ানোর চেষ্টাও করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোবারক জানান, মহাসড়কের পাশের একটি টিনের ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করেন আজমিরি হোসেন। সবজি চাষের জায়গা তৈরি করার উদ্দেশ্যেই তিনি গাছগুলো কেটেছেন বলে ধারণা করা হচ্ছে।
সওজের কার্যসহকারী রুহুল আমিন শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মা ও শিশু হাসপাতালের সামনে গিয়ে ১৭টি গাছ কাটা দেখতে পাই। পরে অনুসন্ধানে আরও গাছ কাটা হওয়ার তথ্য পাই। তাই মামলা করা হয়েছে।
সওজ জানায়, ২০১৬ সালে মহাসড়কটি চার লেনে উন্নীত হওয়ার পর সৌন্দর্যবর্ধন ও সড়ক নিরাপত্তার উন্নতির জন্য বিভাজকে ফুলগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত ১৯২ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ১৪৩ কিলোমিটারে বকুল, কাঞ্চন, করবী, গন্ধরাজ, রাধাচূড়া, সোনালু, কৃষ্ণচূড়া, কদমসহ ৫০ হাজারের বেশি গাছ লাগানো হয়। পাশাপাশি সড়কের পাশে জলপাই, আকাশমণি, নিম, মেহগনি, অর্জুনসহ আরও ৪০ হাজারের বেশি গাছ রোপণ করা হয়।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সওজের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, বেলতলীতে গাছ কাটার ঘটনা অত্যন্ত গুরুতর। মামলা হয়েছে, পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, সওজের অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করে একমাত্র আসামি আজমিরিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে