Views Bangladesh Logo

বনানীতে সিসা বারে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর বনানীতে একটি সিসা বারে সংঘর্ষের জেরে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাড়িতে অবস্থিত সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত রাব্বি মহাখালীর হাজারি বাড়ি এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি সিসা বার থেকে বের হচ্ছিলেন। এ সময় মুন্না নামে একজনসহ ৬-৭ জনের একটি দলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কথাকাটাকাটি সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করে রাব্বিকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে। বাম উরুতে তিনবার ও ডান কনুইয়ে একবার আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ করে এবং অভিযুক্তদের শনাক্তে অভিযান শুরু করে।

পুলিশের কর্মকর্তারা জানান, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ