মানিকগঞ্জে ২০১৯ সালের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড
মানিকগঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন (৪৫) কে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) বিকেলে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু আনোয়ার হোসেনের মেয়ে। ২০১৯ সালের ৩১ আগস্ট রাতে মানিকগঞ্জ শহরের একটি ভাড়াবাড়িতে ওই শিশুকে ধর্ষণ করেন আনোয়ার। পরে শিশুটির মা মানিকগঞ্জ সদর থানায় স্বামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
রোববার রায় ঘোষণার সময় আনোয়ার হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
২০২০ সালের ৯ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় মোট ১৩ জন সাক্ষী ছিলেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) হুমায়ুন কবির জানান, মামলার সমস্ত কাগজপত্র এবং সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে