যৌতুকের জন্য পুত্রবধূকে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে
সাভারে যৌতুকের টাকা না পেয়ে লতা আক্তার নামের (২১) এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে । এ ঘটনায় স্থানীয়রা নিহতের শ্বশুরকে আটক করে গণপিটুনি দিতে গেলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে নিহতের স্বামী ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। শনিবার বেলা ৩টার দিকে হেমায়েতপুর এলাকার তেঁতুলঝড়া মহল্লায় এই ঘটনা ঘটে। লতা আক্তার তার স্বামীর সাথে ওই এলাকার সোলেমানের ভাড়া বাড়িতে থেকে একটি ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এক বছর আগে সেলিমের সঙ্গে লতার বিয়ে হয় । বিয়ের পর থেকেই তার স্বামী ও শ্বশুর তাকে যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে । এ নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ লেগেই থাকত । শনিবার দুপুরেও যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার ওপর নির্যাতন চালায়। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে ।
নিহতের ভগ্নিপতি বলেন, 'দুপুরে খবর পেয়ে লতার ঘরে গিয়ে দেখি তার লাশ পড়ে আছে। শরীরে কাপড় ছিল না, গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এক হাত দেখে মনে হয়েছে ভাঙ্গা।' তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, লতার শ্বশুরের শরীরে হাতের নখের আঁচড়ের দাগ রয়েছে। তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্বাস বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে লতার মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করছে পুলিশ।
এ ঘটনায় লতার শ্বশুর মাসুদকে আটক করা হয়েছে। এ ছাড়াও নিহতের স্বামীকেও আটকের জন্য অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। তবে প্রাথমিকভাবে যৌতুকের টাকার জন্য তাকে মারধর ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে