Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির সময় নবী (৩২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ডাকাত দলের হামলায় চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবী আড়াইহাজারের উচিতপুরা ইউনিয়নের পশ্চিম আগুআন্দি এলাকার লুক্কু মিয়ার ছেলে।

আহতরা হলেন— কুলসুম বেগম (৪০), তার ছেলে নাঈম মিয়া (১৮), প্রতিবেশী ফারুক মিয়া (৪৫) ও আবুল হোসেন (২৮)। তারা সবাই আড়াইহাজারের দড়ি বিশনন্দী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গভীর রাতে বৃষ্টি শুরু হলে রান্নাঘরের চুলা ঢেকে দিতে ইলিয়াস মিয়ার স্ত্রী কুলসুম বেগম বাইরে গেলে তিন-চারজন অচেনা লোক দেখতে পান। তখন তিনি ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করেন। তার ডাক শুনে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাতরা তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়, এতে চারজন আহত হন।

পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় নবী নামে এক ডাকাত ধরা পড়ে গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ