জাফলং চা বাগানে যুবককে পিটিয়ে হত্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের একটি চা বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইমাম মেদি গ্রামের বাসিন্দা এবং হরমুজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ আগস্ট) রাতের দিকে চা বাগানের একটি কক্ষে ইমাম উদ্দিনকে আটক করে মারধর করে কয়েকজন ব্যক্তি। পরে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর জাফলং চা বাগানের সহকারী ম্যানেজার কপিল উদ্দিন লিটন এবং দুই কর্মচারী—নিরঞ্জন গোয়ালা ও আখেল প্রধানকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ৩টার দিকে ইমামকে আটকে রেখে নির্যাতন চালানো হয়। সকালে বিষয়টি জানাজানি হলে নিহতের স্বজনসহ শত শত গ্রামবাসী চা বাগানে জড়ো হন। পুলিশ মরদেহ নিতে গেলে উত্তেজিত জনতা প্রথমে বাধা দেয় এবং তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায়। পরিস্থিতি শান্ত হলে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, 'ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। কেউ বলছেন চুরির সন্দেহে এ ঘটনা ঘটেছে, আবার কেউ বলছেন এটি নারীঘটিত ব্যক্তিগত বিরোধ হতে পারে।'
তিনি আরও জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, বিশেষ করে মাথায় গুরুতর আঘাতের দাগ পাওয়া গেছে। এখনো এ ঘটনায় মামলা হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে