Views Bangladesh Logo

জামালপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১

জামালপুরের সরিষাবাড়ীর একটি পূজা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত হাবিবুর রহমান (৩৫) পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে।

পুলিশ ও মন্দির কমিটি জানায়, তাড়িয়াপাড়া মন্দিরে প্রতি বছরের মতো এবারও পূজা অনুষ্ঠিত হবে। এ জন্য তৈরি করা হয়েছিল প্রতিমা। শনিবার গভীর রাতে হঠাৎ মন্দিরে ঢুকে সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে চলে যায়। রোববার সকালে মন্দিরে এসে প্রতিমা ভাঙা দেখতে পেয়ে মন্দির কমিটির লোকজন পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত হাবিবুর রহমান গ্রেপ্তার করে।

এ ব্যাপারে তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন জানান, রোববার শুভ মহালয়ার দিনে মন্দিরে এসে সব প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ